প্রকাশিত: Tue, Jun 20, 2023 8:03 PM
আপডেট: Tue, Jan 27, 2026 4:50 PM

নাগরিকদের কাছে ইমেজ সংকটে আছে ওয়াসা: ভোক্তার ডিজি

মাজহারুল মিচেল: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পানির অপচয় রোধ ও এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণে নাগরিক মতামত’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ এ আলোচনা সভার আয়োজন করে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি 

ডিজি বলেন, ওয়াসার দুর্নীতি রোধে শতভাগ প্রযুক্তিবান্ধব মিটার ব্যবস্থা চালু করতে হবে। সেই সঙ্গে পানির লিকেজ বন্ধ, এলাকাভিত্তিক নজরদারি জোরদার, পানির অপচয় রোধে নাগরিক সচেতনতা গড়ে তুলতে হবে। আমাদের কাছে ওয়াসা নিয়ে অনেক অভিযোগ আসে। কিন্তু আরেকটি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, ওয়াসার কিছু দুর্নীতিবাজ মিটার রিডারদের সঙ্গে কিছু ব্যবহারকারী নাগরিকও দায়ী।

সভায় ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায় বলেন, আইএমএফ পানিতে ভর্তুকি প্রদান করতে সরকারকে বারংবার নিষেধ করছে। আমাদেরকেও ভর্তুকি তুলে নিতে চাপ দিচ্ছে। কিন্তু সরকার এবং ওয়াসা কর্তৃপক্ষ এখন পর্যন্ত ভর্তুকি অব্যাহত রেখেছে। আমি নিজেও যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ওয়াসা থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনে আন্দোলন করেন, বের হয়ে যেতে বলেন। কিন্তু ওয়াসা যদি বেসরকারি খাতে চলে যায় তাহলে পানি কত টাকায় খাবেন তা একবার ভেবে দেখেন। তাই কারো সমালোচনা করতে গিয়ে ওয়াসাকে ধ্বংস করবেন না।

পানি ও নদী নিয়ে গবেষণাকারী আমিনুল রসুল বলেন, ঢাকা-গুলশান, বনানী, ধানমন্ডির বাসিন্দাদের পানির ব্যবহার হিসাব করলে দেখা যাবে এ সকল এলাকায় পানির ব্যবহার সবচেয়ে বেশি। অপচয়ের পরিমাণও বেশি। তাই এ সকল এলাকায় পানির দাম ভিন্ন হওয়া জরুরি।

বাপা’র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস বলেন, কে ওয়াসার দায়িত্বে থাকলো, আর কে থাকলো না তার চেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপদ সুপেয় পানির ব্যবহার নিশ্চিত করা। নাগরিক সচেতনতার জন্য ওয়াসার পক্ষ থেকে প্রচারের ব্যবস্থা করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব